আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বিউ ওয়াতুবু ইলাইহি

প্রিয় পাঠক বন্ধুরা, আমরা সকলেই জানি সব সময় আল্লাহ তায়ালার নিকট আমাদেরকে ক্ষমাপ্রার্থনা করতে হয়। কেননা বর্তমান সময়ে গোনা থেকে বেঁচে থাকা খুব একটা মুশকিল বিষয় হয়ে গেছে। আল্লাহ তায়ালার নিকট ক্ষমা প্রার্থনা করার জন্য অনেকগুলো মাধ্যম রয়েছে।

যেমন আপনি চাইলে দুই রাকাত নামাজ পড়লেন এবং আল্লাহ তায়ালার নিকট ক্ষমা প্রার্থনার জন্য আবেদন করলেন। তাছাড়া আপনি চাইলে বিভিন্ন রকম দোয়া করেও ক্ষমা প্রার্থনা করতে পারবেন। বর্তমান সময়ে ইস্তেগফার করার জন্য অনেকগুলো দোয়া রয়েছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বিউ ওয়াতুবু ইলাইহি।

আরো পড়ুনঃ আস্তাগফিরুল্লাহ পুরো দোয়া

আজকে আমরা আপনাদের সাথে সেই দোয়াটার সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। এই দোয়াটা কি কোরআন হাদিসে আছে কি নেই? এই দোয়াটির সঠিক উচ্চারণ আরবিতে তুলে ধরার চেষ্টা করব।

আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বিউ ওয়াতুবু ইলাইহি

আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বিউ ওয়াতুবু ইলাইহি

এই দোয়াটি সম্পর্কে অনেকেরই একটা প্রশ্ন দেখতে পারে সেটা হচ্ছে এই দোয়াটা কি কোরআন হাদিসের মধ্যে এভেলেবেল রয়েছে কিংবা পাওয়া যায় কিনা? এখন আমি আপনাদের সাথে সেই বিষয়টা তুলে ধরার পাশাপাশি আরবিতে সেই দোয়াটাও তুলে ধরবো।

এই দোয়াটির বিষয়টা সঠিক কিন্তু এরকম দোয়া কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না বলে, বলা হয়েছে দারুল ইফতা দেওবন্দ ওয়েবসাইট থেকে। তবে দোয়াটা যে সঠিক এটাও সেখানে বলা হয়েছে।

অর্থাৎ নির্বিধায় আপনারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য এই দোয়াটা পড়তে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তা’আলা আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবেন।

দোয়াটি আরবিতে হচ্ছে : اَسْتَغْفِرُ اللہَ رَبِّیْ مِنْ کُلِّ ذَنْبٍ وَّاَتُوْبُ اِلَیْہِ (আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বিউ ওয়াতুবু ইলাইহি)

See also  আয়াতুল কুরসি পাঠ করলে উপকারিতা

এখন আমি আপনাদের সাথে ভিন্ন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যেমন প্রত্যেক নেক আমলের উপরে কি ইস্তেগফার করা যায়। এ বিষয়ট জানুন আজকের এই নিবন্ধ থেকে।

আরো পড়ুনঃ কত রমজানে মক্কা বিজয় হয়েছিল

প্রত্যেক নেক আমল পরে কি ইস্তেগফার করা যায়?

প্রত্যেক নেক আমলের পরে আল্লাহ তায়ালার নিকট ক্ষমা প্রার্থনা করা একটি প্রশংসনীয় এবং ভালো কাজ। সূরা نصر নাযিল হওয়ার পর রাসূল (সা.) উঠতে বসতে এবং চলার সময়ও এবং প্রত্যেক নামাজের পরেই ইস্তেগফার করতেন।

Leave a Comment