আস্তাগফিরুল্লাহ পুরো দোয়া | আস্তাগফিরুল্লাহ হাল্লাজি

আজকের এই নিবন্ধতে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা প্রত্যেকটা মুসলিম কিংবা ইসলামের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আস্তাগফিরুল্লাহ পুরো দোয়া এর কথা হয়তো আপনি শুনেছেন কিংবা জানার জন্য গুগলের মধ্যে সার্চ করেছেন।

আস্তাগফিরুল্লাহ পুরো দোয়া


তো আমি চিন্তা করলাম সকলের জন্য যেন খুব ভালোভাবে এই বিষয়টা বুঝিয়ে বলার চেষ্টা করি। আশা করি আজকের এই নিবন্ধটি আপনাদের অনেক উপকারে আসবে তাই শেষ পর্যন্ত পড়তে অবশ্যই ভুলবেন না।

আরো পড়ুনঃ তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল

প্রত্যেক ঈমানদার ব্যক্তিদের উচিত আস্তাগফিরুল্লাহ সম্পর্কে জানা এবং কিভাবে তওবা করতে হয় এই বিষয়টাও জানা। কেননা আল্লাহ তায়ালা এত যে রহমান আমাদের সঠিক তওবা করার কারণে ইনশাআল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন যদি তওবা ঠিকমতো হয়।

ঠিক তারই ভিত্তিতে অনেকেই google এর মধ্যে বেশ কয়েকটি বিষয় লিখে সার্চ করে তার মধ্যে অন্যতম হচ্ছে আস্তাগফিরুল্লাহ অর্থ কি? আস্তাগফিরুল্লাহ এটা আরবি নাকি বাংলা?আস্তাগফিরুল্লাহ আরবি উচ্চারণ ইত্যাদি বিষয় লিখে।

আপনারা বিশেষ করে যে বিষয়টি লিখে আস্তাগফিরুল্লাহ সম্পর্কে সার্চ করে থাকেন তার মধ্যে বেশ কয়েকটি বিষয় এখানে নিচে তুলে ধরা হলো:

  • আস্তাগফিরুল্লাহ আরবি উচ্চারণ
  • আস্তাগফিরুল্লাহ তওবা দোয়া
  • আস্তাগফিরুল্লাহ দোয়া ফজিলত
  • আস্তাগফিরুল্লাহ হাল্লাজি
  • আসতাগফিরুল্লাহ দোয়া আরবী বাংলা

যদিও বা উপরে দেওয়া প্রত্যেকটা বিষয়ের প্রশ্নের উত্তর ঠিক অনেক ক্ষেত্রে একই রকম। তো আপনারা যেহেতু ভিন্ন ভাবে সার্চ করেন সে ক্ষেত্রে প্রত্যেকটা আলাদা টাইটেল দিয়ে লিখতে হল। সুতরাং এই পাঁচটা বিষয়ে এখন আমি আপনাদের সাথে খুব ভালোভাবে এবং বিস্তারিত বলার চেষ্টা করব।

আরো পড়ুনঃ দোয়ায়ে কুনুতের ফজিলত 

আস্তাগফিরুল্লাহ আরবি উচ্চারণ

আমাদের যে সমস্ত ইসলামিক জিনিস আরবি জানা লাগে যেমন দোয়ায়ে মাসুরা, আস্তাগফিরুল্লাহ, দোয়ায়ে কুনুত কিংবা আয়াতুল কুরসি ইত্যাদি আরবি উচ্চারণে মুখস্ত করা দরকার।

কেননা এগুলো যেহেতু ইসলামিক বিষয় তাই এখানে কোন প্রকার ভুল হওয়া চলবে না। যদি কোন কারণে ভুল হয়ে যায় তাহলে আপনি গুনাহের সম্মুখীন হবেন তাই অবশ্যই আরবি উচ্চারণে মুখস্ত করার চেষ্টা করবেন।

আবার এমন অনেক লোক আছে যারা কিনা বাংলা উচ্চারণে এ সমস্ত বিষয় মুখস্ত করার চেষ্টা করেন। তাই আমি আপনাকে বলি যদি আপনি আরবি না জানেন তাহলে কোন একজন ভালো আলেমের কাছে গিয়ে জেনে নিন।

তারপরেও ভাই বাংলা উচ্চারণে মুখস্ত করার চেষ্টা করবেন না যদি ভুল হয়ে যায়? যদি আপনি আস্তাগফিরুল্লাহ আরবি উচ্চারণ জানতে চান তাহলে নিচে দেওয়া আরবিটা দেখে নিন।

আরবি উচ্চারণ: أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ

তো আপনারা যারা আরবি পড়তে জানেন তারা উপরে দেওয়া লেখা থেকে দেখে নিতে পারেন কিভাবে মুখস্ত করতে পারে। এটা বললে আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবে।

আস্তাগফিরুল্লাহ তওবা দোয়া

প্রত্যেক ঈমানদারের উচিত সর্বদা আল্লাহ তায়ালার নিকট ক্ষমা প্রার্থনা করা। আমরা প্রতিনিয়তই গুনাহের মধ্যে লিপ্ত থাকি বিশেষ করে আমরা যখন ফেসবুক ইত্যাদি দেখি সেখানে অনেক নোংরা ছবি দেখতে পায়।

যার কারণে আমাদের প্রচুর পরিমানে গুনাহ হয় তাই আমাদের অবশ্যই আল্লাহ তায়ালার নিকট সর্বদা ক্ষমা প্রার্থনা করতে হবে। ক্ষমা প্রার্থনা করার জন্য আরবিতে অনেকগুলো দোয়া রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ তওবা দোয়া।

আপনি যদি আল্লাহ তার নিকট তওবা করতে চান কিংবা আল্লাহ তায়ালার নিকট আপনার গুনাহ থেকে মুক্তি পাওয়ার আবেদন করতে চান তাহলে এই দোয়াটি আপনি পড়তে পারেন।

তওবা দোয়া: رَبِّ اغْفِرْ لِيْ وَتُبْ عَلَيَّ إِنَّكَ (أنْتَ) التَّوَّابُ الرَّحِيْمُ

এই দোয়াটি আপনি যতই বেশি পারেন পড়বেন আপনি যদি প্রতিদিন মসজিদে বসে এক বৈঠকে ১০০ বার পড়েন তাহলে আপনার জন্য আরো ভালো হয়। তাই প্রতিনিয়তই আল্লাহ তাআলার কাছে বিভিন্ন দোয়া পাঠের মাধ্যমিক প্রার্থনার চেষ্টা করবেন।

আরো পড়ুনঃ আয়াতুল কুরসি বাংলা ও আরবি উচ্চারণ

আস্তাগফিরুল্লাহ দোয়া ফজিলত

আস্তাগফিরুল্লাহ দোয়ার অনেক ফজিলত রয়েছে যেমন আপনি যদি তওবা কিংবা ইস্তেগফার ঠিকমতো করেন সমস্ত শর্ত মেনে তাহলে ইনশাআল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে।

আমাদের প্রত্যেকেরই উচিত সব সময় সমস্ত ছোট কিংবা বড় গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। সব সময় আমাদেরকে সওয়াবের কাজ করতে হবে অর্থাৎ আমলে সালেহ করতে হবে এবং বেশি বেশি ইস্তেগফার করতে হবে। যার কারণে ইনশাআল্লাহ আপনাদের সমস্ত পেরেশান দূর হয়ে যাবে এবং আপনি স্বস্তি ভোগ করবেন।

তাছাড়া ইস্তেগফারের অনেকগুলো ফজিলত রয়েছে যেগুলো আপনি নিজেই জেনে নিবেন কোন নির্দিষ্ট বই পড়ে। তবে আমি চেষ্টা করব অন্য আরেকটি আর্টিকেল আপনাদের সাথে শেয়ার করার জন্য শুধু এই রিলেটেড।

আস্তাগফিরুল্লাহ হাল্লাজি

আল্লাহ তায়ালার নিকট ক্ষমা প্রার্থনা চাওয়ার জন্য অনেকগুলো দোয়া রয়েছে অর্থাৎ ইস্তেগফারের দোয়া। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ হাল্লাজি এখন আমি আপনাদের সাথে সেই দোয়াটা শেয়ার করব।

দোয়া: أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ

আসতাগফিরুল্লাহ দোয়া আরবী বাংলা

যেহেতু আল্লাহ তায়ালার নিকট ইস্তেগফার করার অনেকগুলো দোয়া রয়েছে তার মধ্যে এখন মাত্র একটি দোয়া আমি আপনাদের সাথে আরবি এবং বাংলা উভয়টা শেয়ার করব। এখান থেকে আপনারা দোয়াটা মুখস্ত করার পাশাপাশি এর অর্থ কি সেটাও জেনে নিতে পারবেন।

আরবি দোয়া: أَسْتَغْفِرُ اللهَ وَأَتُوْبُ إِلَيْهِ

বাংলা অর্থ: আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তাঁর দিকেই ফিরে আসছি।

উপসংহারঃ প্রিয় পাঠক বন্ধুরা, আজকের এই নিবন্ধনতে আস্তাগফিরুল্লাহ পুরো দোয়া শেয়ার করার চেষ্টা করেছি। আমিও যেহেতু একজন মানুষ তাই ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোন প্রকার ভুল দেখতে পান তাহলে অবশ্যই নিজের দায়িত্ব মনে করে জানিয়ে দেবেন (যোগাযোগ)।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url