১৪৩ অর্থ আমি তোমাকে ভালোবাসি :- আজকের এই আর্টিকেলটি হচ্ছে ১৪৩ এর অর্থ কি। এই বিষয়টা জানা খুব প্রয়োজনীয় কেননা আমাদেরকে এই সংখ্যাটা অনেক সময় বলে থাকে 😎 কিন্তু আমরা এর অর্থ জানিনা।
143 মানে কি? সুতরাং এই বিষয়টা সম্পর্কে যদি আপনি খুব ভালোভাবে এবং সংজ্ঞা সহকারে জানতে চান তাহলে অবশ্যই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে হবে।
কেননা আমি এখানে প্রত্যেকটা বিষয়ে অর্থাৎ ১ মানে কি ৪ মানে কি এবং ৩ মানে কি ভালোভাবে বুঝিয়ে দেয়ার চেষ্টা করব। মোট কথা বলতে গেলে বর্তমান সময়ে কিছু ছোটখাটো বিষয় জেনে রাখা দরকার যেগুলো কিনা আপনি আজকের এই নিবন্ধ থেকে জানতে পারবেন।
তবে হ্যাঁ শুধুমাত্র আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবে যেটা কিনা আমি টাইটেলের মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি। বলতে গেলে এর উত্তর আপনি আমার আর্টিকেলের টাইটেলেই পেয়ে গেছেন।
আপনি কি আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ জানতে চান তাহলে আমার অন্য একটি আর্টিকেল থেকে জেনে নিতে পারেন। তাছাড়া আমার অন্য আরেকটি নিবন্ধটি জন্ম নিবন্ধন যাচাই সম্পর্কে বলার চেষ্টা করেছিলাম।
143 meaning | 143 মানে কি
বর্তমান সময়ে একটা বিষয় প্রচলিত আছে যে আমরা যদি কাউকে ভালোবাসা প্রকাশ করতে চাই ঠিক তখনই একটা শব্দ বলতে হয় আর সেটা হচ্ছে I Love you । আপনি যে কাউকে ভালবাসেন সেটা প্রকাশ করার জন্য সর্বপ্রথম আগে প্রপোজ করতে হয়।
তোর সবচেয়ে জনপ্রিয় এবং বেশ পরিচিত একটি বাক্য হচ্ছে প্রপোজ করার জন্য I Love you । কিন্তু বর্তমান সময়ে যে সব কিছু শর্টকাট হওয়ার পাশাপাশি এই বিষয়টাও শর্টকাট হয়ে গেছে।
অনেকেই অনেক বিষয়ে অনেক কিছু সরকার সব দিয়ে ইউজ করে বলে থাকে। ঠিক তেমনি এখনকার সময়ে কাউকে যেমন স্ত্রীকে অতিরিক্ত ভালোবাসা দেখানোর জন্য ১৪৩ বলা হয়ে থাকে কিংবা কোন একজন মনের মানুষকে।
তবে এখন আপনার মনে একটা প্রশ্ন রাখতে পারে শুধুমাত্র ১৪৩ এই শব্দ দিয়ে কিভাবে এত বড় একটা বাক্যের মেনিং করা যায়। সুতরাং আপনি যদি কিভাবে হয় এ বিষয়টি জানতে চান তাহলে নিচে দেওয়া টেবলটি আপনি ফলো করতে পারেন।
1 | i (যেহেতু একটি শব্দ) |
4 | love (যেহেতু চারটি শব্দ) |
3 | you (যেহেতু তিনটি শব্দ) |
সুতরাং কেউ যদি আপনাকে রাস্তাঘাটে কিংবা বাড়িতে ১৪৩ বলে থাকে তাহলে আপনাকে বুঝে নিতেই হবে যে, I 💕 you বলতেছে। কেননা বর্তমান সময়ে এটা একটা পপুলার শব্দ যেটা কিনা হয়তো আপনি জানেন না।
সুতরাং আপনি যদি কাউকে সংক্ষেপে ভালোবাসা প্রকাশ করতে চান তাহলে ১৪৩ বলতে পারে। অন্যদিকে আপনি যদি ইংরেজিতে বলতে চান তাহলে 143 one hundred fourty three. বলতে পারেন।
143 অর্থ কি?
আপনি কি জানেন ১৪৩ অর্থ কি? আপনি যখন কোন একটা জায়গা কিংবা রাস্তা দিয়ে হেটে যাচ্ছেন তখন কি আপনাকে কেউ ১৪৩ বলেছে। তো এখন আপনি চিন্তা করেছেন এটা আমাকে কি বলল এই টেনশন টা দূর করার জন্য আজকের নিবন্ধটি আপনার জন্য।
আপনি যদি এখন কোথায় আছেন সেটা না জানেন অর্থাৎ আপনার লোকেশন জানতে চান তাহলে আমার এই ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন অনেক কিছু ।
তবে আমি ১৪৩ অর্থ আমি তোমাকে ভালোবাসি এ বিষয়টা উপরেই বলে দিয়েছি। সুতরাং আপনাদের যেহেতু এ বিষয়টি বিভিন্নভাবে সার্চ করে থাকেন তাই আমাকে দ্বিতীয়বার আবারও বলতে হচ্ছে।
মোট কথা হচ্ছে আপনার কি যদি কেও পছন্দ করে কিংবা ভালোবাসে তিনি আপনার স্ত্রী হোক কিংবা স্বামী তাহলে বুঝে নিবেন ১৪৩ বলে সংক্ষেপে আপনার ভালোবাসা প্রকাশ করতে চাচ্ছে।