ই পাসপোর্ট চেক করার নিয়ম : আপনি যে ই পাসপোর্ট এর জন্য আবেদন করেছেন সেটার বর্তমান অবস্থা কি? এখনো পর্যন্ত কি আপনার কি পাসপোর্ট এর কার্যক্রম কমপ্লিট হয়েছে নাকি হয় নাই? এ সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারবেন আজকেরে এই আর্টিকেল থেকে।
আমি বলতে চাচ্ছি আপনারা যারা এই পাসপোর্ট এর জন্য আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত হাতে পান নাই কিংবা কোন অবস্থাতেও রয়েছে সেটা জানতে চান, তারাই মূলত আজকের আর্টিকেল থেকে উপকৃত হবে। এজন্য আপনার রেজিস্ট্রেশন আইডি (online registration id) কিংবা application ID এর প্রয়োজন পড়বে।পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক | ই পাসপোর্ট চেক
আপনি যে আপনার ই পাসপোর্ট এর জন্য অনলাইনে আবেদন করেছেন সেখানে আপনার ডিটেলস দেওয়ার পরে ডিটেইলসের সামারি দেখতে পাবেন। সুতরাং summary পেজ যেটা রয়েছে সেখান থেকে online registration id কিংবা OID জানতে পারবেন কিংবা কালেক্ট করতে পারবেন। তাছাড়া আপনার কাছে যে রেজিস্ট্রেশন ফরম রয়েছে সেখান থেকেও application ID কিংবা OID জানতে পারবেন কিংবা কালেক্ট করতে পারবেন।পাসপোর্ট করার নিয়ম | পাসপোর্ট করতে কি কি লাগে
ই পাসপোর্ট চেক করতে যা যা প্রয়োজন
আপনি যদি অনলাইনে মাধ্যমে চেক করতে চান যে, আপনি যে ই পাসপোর্ট এর জন্য আবেদন করেছেন সেটার বর্তমান অবস্থা কি তাহলে আপনার কিছু জিনিসের প্রয়োজন পড়বে। তবে সেই জিনিসগুলোর আগে আরেকটা মেইন বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনার অনলাইনে চেক করার জন্য প্রয়োজনীয় জিনিস। এখানে প্রয়োজনীয় জিনিস বলতে বোঝানো হয়েছে স্মার্টফোন/ল্যাপটপ/কম্পিউটার এবং এই সমস্ত ডিভাইসের সাথে ইন্টারনেট কানেকশনের প্রয়োজন পড়বে। এগুলো ব্যতীত যা যা প্রয়োজন,
- অনলাইন রেজিস্ট্রেশন আইডি (OID) অথবা অ্যাপ্লিকেশন আইডি
- পাসপোর্ট আবেদন করার সময় যে জন্ম তারিখ কি দিয়েছিলেন ঠিক সেই জন্ম তারিখটা
অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম
আপনার কি পাসপোর্ট চেক করার জন্য আপনাকে সর্ব প্রথম কোন একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং ভিজিট করতে হবে www.epassport.gov.bd । তারপর মেনু থেকে application status এ ক্লিক করুন, online registration id কিংবা application ID এবং আপনার জন্ম তারিখটি দিন। এখন আপনার আরেকটা কাজ বাকি আছে আর সেটা হচ্ছে ক্যাপচা পূরণ করা সুতরাং ক্যাপচা পূরণ করার জন্য I am human এ right mark দিয়ে দিন এবং check বাটনে ক্লিক করুন, এভাবেই আপনি আপনার এই পাসপোর্ট চেক করতে পারবেন।
অনলাইনে নতুন পাসপোর্ট চেক করার নিয়ম
এখানে অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম কিংবা অনলাইনে নতুন পাসপোর্ট চেক করার নিয়ম সবগুলো প্রসেসটা বলতে গেলে একই রকম। আপনারা যেহেতু বিভিন্নভাবে গুগলের মধ্যে সার্চ করেন যেমন ই পাসপোর্ট চেক করার নিয়ম ইত্যাদি। তাই মূলত আমায় কেউ বিভিন্ন টাইটেল দেওয়ার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে সবগুলো নিয়ম একই হওয়ার সত্ত্বেও বারবার। সুতরাং আরো ভালোভাবে জানার জন্য নিজের প্রসেস গুলো অবলম্বন করুন এবং সে অনুযায়ী চেক করার চেষ্টা করুন।
- অনলাইনে নতুন পাসপোর্ট চেক করার জন্য সর্বপ্রথম www.epassport.gov.bd এই ওয়েবসাইটের মধ্যে চলে যান।
- উপরে দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করার পরে উপরের মেনু/থ্রি লাইন থেকে check status এ ক্লিক করে অপর পেজে চলে যান।
- এখানে আপনি কয়েকটি কারিগর দেখতে পাবেন ১. Online registration id OR application ID (মূলত উপরের দুইটি খালি ঘর একটা বললেই চলে, কেননা এখান থেকে আপনাকে কোন একটা পূরণ করতে হবে) ২. Application ID / Online Registration ID / Email Address (আশা করি এই ঘরটা আপনাকে পূরণ করতে হবে না) ৩. Select date of birth (এই ঘরের মধ্যে আপনার জন্ম তারিখটা সঠিকভাবে বসাতে হবে)
- খালিঘরগুলো সঠিকভাবে স্মরণ করার পরে নিচে একটা টিক মার্ক দেওয়ার অপশন দেখতে পাবেন সুতরাং সেই টিক মার্কটা দিয়ে ফেলুন।
- এখন আপনি সর্বশেষ একটা বাটন দেখতে পাচ্ছেন check নামে, সুতরাং সেখানে ক্লিক করুন।
উপরে যাওয়ার সমস্ত প্রসেস যখন আপনার কমপ্লিট করা হয়ে যাবে তখন আপনি আপনার ই পাসপোর্ট এর সমস্ত ডিটেইলস দেখতে পাবেন।পাসপোর্ট চেক করার নিয়ম
আরো পড়ুনঃ ভোটার আইডি কার্ড চেক 2023
উপসংহারঃ আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ই পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে কয়েকটা বিষয়। যদি কোন প্রকার বলতে দেখতে পান অবশ্যই আমাকে জানিয়ে দেবেন কমেন্ট কিংবা যোগাযোগ করার মাধ্যম। আশা করি আমাদের সাথেই থাকবেন।