আমাদের মধ্যে অনেক ধর্মপ্রাণ মুসলমান আছেন যারা কিনা নিউ ইসলামিক গজল থেকে শুরু করে ইসলামের নানা নতুন নতুন সংগীত শুনতে বেশ পছন্দ করে থাকে। মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই আর্টিকেলটি লেখার চেষ্টা করব। এখানে আমি কলরব থেকে শুরু করে বিভিন্ন ইসলামিক শিল্পীগোষ্ঠীর বেশ কয়েকটি নতুন নতুন কিংবা নিউ ইসলামিক সংগীত আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি। সুতরাং আপনারা এখান থেকে এসব প্রশ্নের উত্তর জেনে নিন।
আমাদের বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটি জনপ্রিয় শিল্পীগোষ্ঠী রয়েছে তার মধ্যে সবচেয়ে আমার জানামতে উর্দু তোমার যে শিল্পীগোষ্ঠী চড়িয়েছে সেটা হচ্ছে কলরব। সুতরাং আমি চেষ্টা করেছি কলরব থেকে শুরু করে এবং অন্যান্য ইসলামিক শিল্পীগোষ্ঠীর চ্যানেল থেকে কয়েকটা ইসলামিক সংগীত আপনাদেরকে উপহার দেওয়ার জন্য।
কমবেশি আমরা সকলেই জানি ইসলামের মধ্যে যে সমস্ত বাদ্যযন্ত্র হারাম রয়েছে সেগুলো থেকে আমাদেরকে সবসময় বিরত থাকতে হবে। কেননা এর কারণে আমাদের অনেক পাপ হয়ে যায়, তাই অবশ্যই আপনি যদি কোন প্রকার হারাম বাদ্যযন্ত্র শুনে থাকেন তাহলে অবশ্যই তওবা করে নিবেন।
![]() |
নিউ ইসলামিক গজল |
সুতরাং আপনি যদি একজন মুমিন হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই বাদ্যযন্ত্র যেগুলো হারাম রয়েছে সেখান থেকে বিরত থাকবেন বলে আমি মনে করি। তো আপনিও যদি গান-বাজনা কিংবা বাদ্যযন্ত্রের প্রতিবেশী আকৃষ্ট হয়ে থাকেন তাহলে ইসলামিক গজল গুলো শুনতে পারেন।
তাছাড়া আমাদের দেশের মধ্যে অনেক ধর্মপ্রাণ মুসলমান রয়েছেন যারা কিনা গজলকে কিংবা ইসলামিক সংগীতকে খুব ভালোবাসেন। তাছাড়া এমন অনেক লোক আছে যারা কিনা ইসলামিক শিল্পীগোষ্ঠীর যেগুলো প্রচার রয়েছে আমাদের বাংলাদেশের মধ্যে সেখানে ডোনেট করে। আপনিও চাইলে কলরব ইত্যাদি তাদের সাথে যোগাযোগ করে ডোনেশন করতে পারেন। কলরবের প্রায় প্রতিটি ভিডিওর নিচে তাদের যোগাযোগ নাম্বার দেয়া আছে।
আরো পড়ুনঃ
নিউ ইসলামিক গজল | new Islamic gojol
এখানে আমি আপনাদেরকে নতুন নতুন ইসলামিক গজল এর মধ্যে মাত্র দশটি গজল দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা এই গজল সম্পর্কে বিস্তারিত জেনে কিভাবে শুনবেন কিভাবে ভিডিও আকারে দেখবেন এটাও বলে দিয়েছি। সুতরাং বিস্তারিতভাবে যদি আপনি জানতে চান এবং নিউ ইসলামিক গজল পছন্দ করে থাকেন তাহলে আরটিকেলটি অবশ্যই শেষ পর্যন্ত পড়তে ভুলবেন না।
১. হতে চাইনা সিঙ্গাপুর শ্রীলংকা | নিউ ইসলামিক গজল
বর্তমান সময়ের একটি সমসাময়িক ইসলামিক সংগীতের নাম হচ্ছে “হতে চাই না সিঙ্গাপুর শ্রীলংকা” । কমবেশি আমরা সকলেই জানি বর্তমানে সময়ে বাংলাদেশের মধ্যে খুব বেশি ভাইরাল নিউজ হচ্ছে বাংলাদেশ কি সিঙ্গাপুর হবে নাকি শ্রীলংকা হবে এ বিষয় নিয়ে।
কেউ কেউ বলেন আমরা সিঙ্গাপুর হব কিংবা আমেরিকা হব কিন্তু আসলেই কি তাই? মূলত এটার বাস্তবতা তুলে ধরতে এবং সাধারণ জনগণ আসলে দেশটাকে কিভাবে দেখতে চাই এ সম্পর্কে এই সঙ্গীতে তুলে ধরা হয়েছে। তাই আমি বলবো আপনি যদি এই সংগীতটি শুনেন তাহলে আপনার অনেক ভালো লাগবে।
কলরবের ২ মিনিট ১৭ সেকেন্ডের ইসলামিক গজলটি আজ থেকে মাত্র দুই দিন আগেই কলরব holy tune চ্যানেলটা রয়েছে youtube চ্যানেল সেখানে রিলিজ করা হয়েছে। সময় সাময়িক এই গজলটি আসলেই আমার অনেক সুন্দর লেগেছে এবং ভালো লেগেছে।
- নিউ ইসলামিক গজলের নাম হচ্ছেঃ হতে চাইনা সিঙ্গাপুর শ্রীলংকা
- এই গজলটি গেয়েছেনঃ আবির হাসান
- লিরিক্সঃ হোসাইন নুর
- টিউনঃ মোহাম্মদ বদরুজ্জামান
- রেকর্ড লেবেলঃ হলি টিউন স্টুডিও
- সাউন্ড ডিজাইনঃ খিজির মোহাম্মদ
- ভিডিওঃ তাওহীদ জামিল
- মেন্টরঃ সাঈদ আহমদ এবং বদরুজ্জামান
আপনি যদি এই গজলটা শুনতে চান তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করুন ‘হতে চাই না সিঙ্গাপুর শ্রীলংকা’। তখন আশা করি আপনার সামনে হলে টিউনের কিংবা কলরবের গাওয়া ইসলামী এই গজলটি চলে আসবে। আশা করি আপনার অনেক ভালো লাগবে।
আরো পড়ুনঃ
- সৌদি আরবের ঈদ কবে ২০২২ | বাংলাদেশে ঈদুল আজহা কবে হবে 2022
- ঈদুল আযহা নামাজের নিয়ম | ঈদুল আযহার নামাজের নিয়ম
২. শোন মুসলমান | নিউ ইসলামিক গজল
এই গজলটি অনেক সুন্দর একটি গজল মূলত এই গজলটি কলরবের একটি নতুন গজল যেটা কিনা আজ থেকে ৫-৬ দিন আগেই রিলিজ করা হয়েছে হলি টিউন চ্যানেল থেকে। আমি মনে করি আপনি যদি এই গজলটি শুনেন আপনার অনেক ভালো লাগবে এবং আপনার হৃদয় শিতল হয়ে যাবে।
এ গজলটি যদি আপনি শুনেন তাহলে আপনার ভালো লাগবে অবশ্যই এটা আমি মনে করি। বিশেষ করে আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে আপনাকে আরো ইন্সপায়ার করবে এ সংগীতটি। সংগীতটি শুনলে অনেক ভালো লাগে এবং আমার নিজেরও অনেক ভালো লেগেছে।
তাই আমি আপনাকে রিকমেন্ট করব আপনি যেন একবার হলেও এই কলরবের গাওয়া একজন ছোট্ট শিল্পীর এই ইসলামিক নতুন সংগীতটা শুনেন। এই সংগীত সম্পর্কে আমি কিছু বিস্তারিত নীচে দেওয়ার চেষ্টা করেছি সেখান থেকে দেখিনি।
- গজলটির নামঃ শোন মুসলমান
- গায়কঃ হুজাইফা ইসলাম
- লিরিক্সঃ হুসাইন নুর
- টিউনঃ মোহাম্মদ বদরুজ্জামান
- রেকর্ড লেভেলঃ হলি টিউন স্টুডিও
- সাউন্ড ডিজাইনঃ খিজির মোহাম্মদ
- ভিডিও ডাইরেক্টরঃ ইমরানুল ইসলাম
- মেন্টরঃ সাঈদ আহমদ এবং মোঃ বদরুজ্জামান
আপনি যদি এই ছোট্ট শিল্পীর গাওয়া শোন মুসলমান এই গজলটি শুনতে চান তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করুন শোন মুসলমান লিখে। তাহলে আপনার সামনে কলরবের গাওয়া কয়েকদিন আগে সংগীত দিয়ে চলে আসবে বলে আমি মনে করি। সুতরাং সেখান থেকে আপনারা খুব সহজে এবং ভিডিও আকারে দেখতে পাবেন।
৩. ও মালিক | নিউ ইসলামিক গজল
আট দিন আগে গাওয়া কলরবের এই গজলটি আপনার অনেক ভালো লাগবে। কেননা এই গজলটিতে মূলত আমাদের রবের কাছ থেকে দোয়া চাওয়া হয়েছে যেন আমরা হেদায়েতের পথেই থাকি। যেন আমরা আল্লাহর রাস্তায় না ছেড়ে অন্য গাইরুল্লাহ র পথে না ছুটি।
সুতরাং আমি মনে করি আপনি যদি এই গজলটি শুনেন আপনার মন হৃদয় শীতল হয়ে যাবে। বিশেষ করে আপনি যদি নতুন ইসলামিক গজল পছন্দ করেন তাহলে এই গজলটা আপনার জন্যই বেস্ট হবে বলে আমার ধারণা।
এই গজলটি মূলত আজ থেকে মাত্র ৩৮ দিন আগে অর্থাৎ আমি যখন আর্টিকেলটি পাবলিশ করতেছি তখন থেকে আট দিন আগেই রিলিজ করা হয়েছে তাদের হলি টিউন চ্যানেল থেকে। আপনারা যদি এই গজলটি দেখতে চান তাহলে নিচে দেওয়া পদ্ধতিতে অবলম্বন করে দেখতে পারেন। তবে এই গজলের আরো কিছু বিস্তারিত জানতে কিছু তথ্য দেওয়া হল
- গজলের নাম হচ্ছেঃ ও মালিক
- লিরিক্স,টিউন এবং সিঙ্গারঃ হুমায়ুন কবির আজাদ
- রেকর্ড লেভেলঃ হলি টিউন স্টুডিও
- সাউন্ড ডিজাইনঃ শাফিন আহমেদ
- ভিডিও ডাইরেক্টরঃ আবু বকর সিদ্দিক
- মেন্টরঃ সাঈদ আহমেদ এবং বদরুজ্জামান
তো আপনি যদি এই গজলটি শুনতে চান এবং ভিডিও আকারে দেখতে চান তাহলে আপনি ও মালিক লিখে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন। যেখান থেকে আপনি খুব সহজেই ভিডিও আকারে এই সুন্দর ইসলামিক গজল টা উপভোগ করতে পারবেন। তাই আমি আপনাদেরকে এই সঙ্গীতে চাওয়ার জন্য অনুরোধ করব।
আরো পড়ুনঃ
৪. মন মিনার | moon minar | কলরবের নতুন গজল
আমাদের নবী হযরত মুহাম্মদ সাঃ এর শানে গাওয়া ইসলামিক এই গজলটি আপনার অনেক পছন্দ হবে বলে আমি মনে করি। কেননা এই গজলটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে যে, সারা পৃথিবীতে একটা অন্ধকারের কুসংস্কার কাজ করেছিল যেটা কিনা আমাদের নবীর আগমনের পর দূর হয়ে গেছে সেটা তুলে ধরা হয়েছে।
আপনি যদি এই গজলটা কানে হেডফোন দিয়ে শুনেন তাহলে আপনার অনেক ভালো লাগবে। বিশেষ করে আপনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাঃ এর সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আমাদের নবীর ভালোবাসা তুলে ধরা হয়েছে এই গজলটিতে খুব সুন্দর ভাবে।
তাছাড়া কলরবের একজন নামকরা শিল্পী এবং বিখ্যাত শিল্পী বাংলাদেশের মোঃ বদরুজ্জামান এই গজলের কমেন্টেই বলেছেন আমাদের ৩জনের প্রথম নাশিদ এটি গাওয়া এই সংগীত। অর্থাৎ তিনি বলেছেন আমরা সর্বপ্রথম এই সংগীতটি তিন জনেই গিয়েছি (শুধু তারা তিনজনেই এবারের মত একসঙ্গে গজল গাইছে)।
এই গজলটি কিভাবে শুনবেন ভিডিও সহকারে এটা এবং এই ইসলামিক গজলটি সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করেছি। সুতরাং এ গজল সম্পর্কে বিস্তারিত জানতে নিচের তথ্যগুলো ভালোভাবে বুঝে নিন।
- নিউ ইসলামিক সংগীতটির নামঃ মন মিনার
- সংগীতের গায়কঃ সাঈদ আহমদ, মোঃ বদরুজ্জামান এবং আবু রায়হান
- লিরিক্সঃ শারমিন ঋতু
- টিউনঃ এইচ আহমেদ
- রেকর্ড লেভেলঃ হলি টিউন স্টুডিও
- মিউজিক ডাইরেক্টরঃ তানজিম রেজা
- ভিডিও ডাইরেক্টরঃ এইচ এআই হা’দি
- মেন্টরঃ সাঈদ আহমেদ এবং বদরুজ্জামান
সুতরাং আপনি যদি এই গজলটি শুনতে চান তাহলে ‘মন মিনার’ লিখে ইউটিউবে সার্চ করলে তখন আপনার সামনে এসে করি কলরবের গাওয়া হলি টিউন চ্যানেল থেকে রিলিজ করা এই সংগীতটি সর্বপ্রথম পেয়ে যাবেন। সুতরাং আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন।
৫. এসো নামাজ পড়ি | নিউ ইসলামিক গজল
আমি আপনাদেরকে ৫ নাম্বরে যে ইসলামিক সংগীতটি শেয়ার করব সেটার নাম হচ্ছে এসো নামাজ পড়ি। এই সঙ্গীতটি কলরবের পক্ষ থেকে আজ থেকে প্রায় দুই সপ্তাহ আগেই রিলিজ করা হয়েছে তাদের হলি টিউন চ্যানেলে। আমি মনে করি আপনি যদি এই সংগীতটি শুনেন তাহলে আপনার অনেক ভালো লাগবে।
এই গজলে মূলত নামাজ পড়ার প্রতি ইন্সপায়ার করা হয়েছে অর্থাৎ আগ্রহ তৈরি করা হয়েছে। তাই আপনি যদি মনে করেন দিনের পথে চলতে তাহলে এই গজলটি আপনার অনেক ভালো লাগবে বলে আমি মনে করি। তাছাড়া আপনাকে এই এই গজলটি নামাজের প্রতি আকৃষ্ট করে তুলতে পারে যদি আপনি খুব মনোযোগ দিয়ে গজলটা শোনার চেষ্টা করেন।
সুতরাং এই গজলটি কিভাবে আপনি ভিডিও সহকারে শ্রবণ করবেন সেইসব বিষয় সম্পর্কে জানার জন্য এবং গজল সম্পর্কে আরও ডিটেলস জানতে নিচের বিষয়গুলো পড়ে ফেলুন। তাহলে চলুন এই গজল কিংবা সঙ্গীতে কি কি রয়েছে কে গেয়েছেন এইটা একটু জেনে নেয়া যাক।
- নিউ ইসলামিক গজলটির নামঃ এসো নামাজ পড়ি
- লিরিক্সঃ হোসাইন নূর
- টিউনঃ মোহাম্মদ বদরুজ্জামান
- রেকর্ড লেভেলঃ হলি টিউন স্টুডিও
- সাউন্ড ডিজাইনঃ খিজির মোহাম্মদ
- ভিডিও ডাইরেক্টরঃ আবু বকর সিদ্দিক
- মেন্টাল সাঈদঃ আহমেদ এবং মোঃ বদরুজ্জামান
আপনি যদি এই গজলটি শুনতে চান তাহলে ভিডিও আকারে দেখতে চাইলে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন ‘এসো নামাজ পড়ি’ লিখে। সুতরাং আপনি সেখানে কলরবের গাওয়া সংগীত প্রথম পেয়ে যাবেন। সেখান থেকে আপনি খুব সহজেই ভিডিও করে দেখতে পাবেন এবং উপভোগ করতে পারবেন।
আরো পড়ুনঃ
- সরকারি ছুটির তালিকা ২০২২ | নির্বাহী আদেশে সরকারি ছুটি ২০২২
- তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল | তাহাজ্জুদ নামাজের নিয়ম ও নিয়ত
নিউ ইসলামিক গজল অডিও
আপনারা যদি উপরে দেওয়া নিউ ইসলামিক গজল যেগুলো রয়েছে সেগুলো অডিও আকারে শুনতে চান তাহলে সেটাও পারবেন। তো আপনি অডিও কারে শুনতে ইউটিউবে গিয়ে সার্চ করে যখন আপনার সামনে গজল আসবে সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিন ভিটমেট কিংবা অন্য অন্য কোন ইউটিউব ভিডিও ডাউনলোড সফটওয়্যার থেকে অডিও ফাইল হিসেবে।
অথবা আপনারা চাইলে গুগলে গিয়ে সার্চ করতে পারেন ইউটিউব ভিডিও ডাউনলোডার লিখে। কোন একটা ওয়েবসাইকে প্রবেশ করে আপনার গজলের লিংকটা দিয়ে ক্লিক করে সেখান থেকে আশা করি আপনি খুব সহজেই অডিও আকারে ডাউনলোড করতে পারবেন। এবং নিউ ইসলামিক গজল অডিও আকারে শুনতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন।
উপসংহারঃ আজকের এই দেওয়া গজল গুলো ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব কিংবা আত্মীয়-স্বজনের কাছে শেয়ার করতে ভুলবেন না। কেননা আপনার একটা শেয়ারের কারণে অনেক ব্যক্তি নিউ ইসলামিক গজল সম্পর্কে বিস্তারিতভাবে জেনে যাবে।