বাংলাদেশের সেরা গজল:- প্রিয় পাঠক বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে বিশেষ একটি বিশেষ শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের এমন কিছু গজল যেগুলো কিনা অনেক জনপ্রিয়। এবং এই গজলগুলো বাংলাদেশের অন্যতম সেরা গজল এরমধ্যে গণ্য হবে বলে আমি মনে করি।
![]() |
বাংলাদেশের সেরা গজল |
আমাদের মধ্যে এমন অনেক লোক রয়েছে যারা কিনা গান যেগুলোর মধ্যে হারাম বাদ্যযন্ত্র হয়েছে সেগুলো নয় সেগুলো অনেক পছন্দ করে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে ইসলামিক যে গজল গুলো রয়েছে সম্পূর্ণ ইসলামিক শরিয়া মেনে।
সুতরাং আজকে আমি আপনাদের সাথে এমন কিছু গজল নিয়ে হাজির হবো। যেগুলো আপনাদের শুনতে অনেক ভালো লাগবে এবং হৃদয় ঠান্ডা হয়ে যাবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।
আরো পড়ুনঃ
- অনলাইনেই মিলবে জাতীয় পরিচয় পত্র
- রবি মিনিট চেক | Robi minute check | রবি মিনিট অফার
- জন্ম নিবন্ধন যাচাই কপি
বাংলাদেশের সেরা গজল
আজকে মূলত এমন কিছু গজল শেয়ার করব যেগুলো কিনা বাচাইতে এবং যেগুলোর ভিউ হয়েছে লাখ লাখ ইউটিউবের মধ্যে। তাই আপনি যদি এমন কিছু গজলের সন্ধান করে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য অনেক উপকার হবে।
এখানে আমি আপনাদের সাথে যে গজল শেয়ার করবো সেগুলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং প্রসিদ্ধ শিল্পীগোষ্ঠী কলরব থেকে শুরু করে আরো বিভিন্ন যে শিল্পীগোষ্ঠীগুলো রয়েছে সেগুলো থেকে কালেক্ট করা হয়েছে।
তাই আমি মনে করি আপনি অনেক ভালো ভালো গজলের সন্ধান পাবেন আজকের এই নিবন্ধটি পড়ার মাধ্যমে। তাই আপনি যদি জানতে চান অবশ্যই আর্টিকেলটি ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বেন।
1. এলো খুশির ঈদ | বাংলাদেশের সেরা গজল
আমি আপনাদের সামনে এখন সর্বপ্রথম যে গজলটি শেয়ার করব সেটার নাম হচ্ছে “এলো খুশির ঈদ” । এই গজলটি আজ থেকে প্রায় তিন বছর আগে ২ই জুন ২০২১ রিলিজ করা হয়েছে কলরব হলি টিউন চ্যানেল থেকে। তিন বছর আগে রিলিজ করা এই গজলটির এ পর্যন্ত ভিউ হয়েছে ৫১ মিলিয়নের অধিক।
তাদের হলে টিউনে যে সমস্ত ইসলামিক গজল রয়েছে আমার দেখা সবচেয়ে বেশি ভিউ হওয়া এই গজলটি। তাদের চ্যানেলে এ পর্যন্ত 865 ভিডিও পাবলিশ করেছে(আর্টিকেলটি যেদিন পাবলিশ করেছি সেদিন পর্যন্ত)।
বিশেষ করে প্রত্যেক মুসলমানের যে খুশির দিন ঈদ রয়েছে তখনই এই গজলটি বেশি শোনা যায়। কেননা তখন প্রায় প্রত্যেক মুসলমানরা যারা ইউটিউব এ ঘাটাঘাটি করে প্রায় অনেকেই ঈদের সংগীত কিংবা ঈদের গজল লিখে অনেকেই সার্চ করে।
তাই আপনি যদি ঈদের এই গজলটি শুনতে চান তাহলে আপনি কলরবের জনপ্রিয় এই সঙ্গীতটি শুনতে পারেন। তার জন্য আপনি ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন “এলো খুশির ঈদ” লিখে। কলরবের এই গজলটি আশা করি আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন।
- গজলের নাম হচ্ছে:- এলো খুশির ঈদ
- যারা গেয়েছেন:-শাকিব,জাহিদ,খালিদ,গালিব,আব্দুল্লাহ, নজরুল্লাহ এবং হুজাইফা
- টিউন দিয়েছেন:- কাজী নজরুল ইসলাম
- রেকর্ড লেভেলে কাজ করেছেন:- হলি টিউন স্টুডিও
- ভিডিও ডাইরেক্টর:- শাহিদ ইমটো
- ইডিটর:- হালিম
2. ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ | বাংলাদেশের সেরা গজল অডিও
দ্বিতীয় নম্বরে এখন আমি আপনাদের সাথে যে বাংলাদেশের জনপ্রিয় গজলটি শেয়ার করব তার নাম হচ্ছে “ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ”। এই গজলটি হচ্ছে আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের লিখিত একটি সংগীত।
এই গজলটি আজ থেকে প্রায় চার বছর আগে ২৬ শে মে ২০১৮ রিলিজ হয়েছে। কলরব শিল্পীদের মধ্যে অন্যতম শিল্পী আবু রায়হানের গাওয়া এই সংগীতটি তারা রিলিজ করেছিলো হলি টিউন নামে ইউটিউব চ্যানেল। এ পর্যন্ত আমার দেখা মতে তাদের ভিডিও গুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানের মধ্যে সবচেয়ে যে ভিডিওতে বেশি ভিউ হয়েছে সেটি হচ্ছে এই ভিডিওটি।
অর্থাৎ এই গজলটির মধ্যে প্রায় আজ পর্যন্ত ৪২ মিলিয়নের অধিক ভিউ হয়েছে। তাই আপনিও যদি নজরুল সংগীতকে ভালবাসেন এবং কলরবের সংগীতকে ভালোবাসেন তাহলে এই গজলটি আপনি শুনতে পারেন। যেটা শুনলে আপনার অনেক ভালো লাগবে এবং মন ঠান্ডা হয়ে যাবে।
সুতরাং আপনি যদি এই গজলটা দেখতে চান তাহলে আপনাকে ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে “ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ” আপনি সেখান থেকে ই কলরব যে চ্যানেলটি আছে সেখানে গিয়ে দেখে নিতে পারেন।
- সঙ্গীতের নাম হচ্ছে:- ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ
- লিরিক্স:- কাজী নজরুল ইসলাম
- ডাইরেকশন:- মোঃ বদরুজ্জাম
- আর্টিস্ট:- আবু রায়হান এবং মাহফুজুল আলম
- ভিডিও এডিট:- আরিফ আরিয়ান
- সাউন্ড ডিজাইন:- মাহফুজুল আলম
- রেকর্ড লেভেল:- হলি টিউন স্টুডিও
3. এলো খুশির বরাত | বাংলাদেশের সেরা গজল লিরিক্স
বাংলাদেশের অন্যতম সেরা গজল এর মধ্যে তৃতীয় নম্বর আমি আপনাদেরকে যে গজলটি শেয়ার করব তার নাম হচ্ছে “এলো খুশির বরাত” । এই গজলটি কলরব শিল্পীদের গাওয়া অন্যতম একটি সুন্দর সংগীত যেটা আপনার মনকে ঠান্ডা করে ফেলবে।
বিশেষ করে এই গজলটি শুনা হয় যখন আমাদের মুসলমানদের অন্যতম একটা রাত শবে বরাত চলে আসে। শবে বরাত মুসলমানদের ইবাদত করার একটি অন্যতম রাত। বিশেষ করে যখন এই রাত চলে আসে তখন ইউটিউব কিংবা গুগলে গিয়ে শবে বরাতের অনেকগুলো গজল শুনতে পছন্দ করে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে “এলো খুশির বর” আপনি চাইলে গজলটি শুনতে পারেন।
সুতরাং আপনি যদি এই গজলটি শুনতে চান তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করুন “এলো খুশির বরাত” আশা করি এটা লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে কলরবের গাওয়া সংগীত সর্ব প্রথম চলে আসবে। সেখান থেকে আপনারা খুব সহজেই ভিডিওসহ দেখে নিতে পারেন।
কলরব এই সংগীতটি কিংবা এই গজলটি রিলিজ করেছিল আজ থেকে চার বছর আগে ২৯ শে এপ্রিল ২০১৮ সালে। তখন থেকে আজকের এই পর্যন্ত প্রায় 30 মিলিয়ন এর অধিক বার দেখা হয়েছে। আপনারা ও চাইলে এটা দেখতে পারেন।
- সংগীতের নাম:- এলো খুশির বরাত
- সিঙ্গার:- জাহিদ হাসান,ফজলে ইলাহী সাকিব,জাহিদুল ইসলাম,আহনাফ খালিদ এবং আসাদুল্লাহিল গালিব
- লিরিক্স:- আহমদ আব্দুল্লাহ
- মিউজিক ডাইরেকশন:- মোঃ বদরুজ্জামান
- সাউন্ড ডিজাইন:- হলি টিউন টিম
- রেকরডিস্ট:- মাহফুজুল আলম
- রেকর্ড লেভেল:- হলি টিউন স্টুডিও
4. আমি দেখিনি তোমায় | বাংলাদেশের সেরা গজল লেখা
চতুর্থ নম্বর আমি আপনাদেরকে যে বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক গজল টা শেয়ার করতে যাচ্ছি তার নাম হচ্ছে “আমি দেখিনি তোমায়” । এই গজলটি ও কলরব শিল্পীদের গাওয়া একটি গজল যেটা কিনা তাদের হলে টিউন নামে যে ইউটিউব চ্যানেল আছে সেটাতে আপলোড করা হয়েছিল।
আমাদের নবী হযরত মুহাম্মদ (সাঃ) শানে গাওয়া এই গজলটি শুনতে আমি মনে করি আপনার অনেক সুন্দর লাগবে। সুতরাং এটা যদি আপনি শুনতে চান তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন “আমি দেখিনি তোমায়”এটা লিখে। আশা করি আপনার সামনে সর্বপ্রথম কলরবের এই গজলটি চলে আসবে।
কলরবের যে হলি টিউন চ্যানেলটা রয়েছে তাদের এই চ্যানেলের মধ্যেই এই গজলটি আপলোড করা হয়েছিল আজ থেকে প্রায় চার বছর আগে ১৮ই জানুয়ারি ২০১৮ সালে। আজ পর্যন্ত এই ভিডিওটি দেখা হয়েছে প্রায় 30 মিলিয়নের অধিক বার।
- সংগীতের নাম:- আমি দেখিনি তোমায়
- সিঙ্গার:- সাঈদ আহমদ,মোহাম্মদ বদরুজ্জামান,আবু রায়হান,আরিফ আরিয়ান,ইকবাল মাহমুদ,হুসাইন আদনান,মাহফুযুল আলম,হাসান মাহাদী,ফখরুল হক এবং অন্যান্য
- লিরিক্স:- জাফর আহমদ রবি
- টিউন:- সাইদ আহমদ
- মিউজিক ডাইরেকশন:- মোহাম্মদ বদরুজ্জামান
- সাউন্ড ডিজাইন:- জয়নাল আবেদীন
- রেকর্ডিস্ট:-মাহফুজুল আলম
- রেকর্ড লেভেল:- হলি টিউন স্টুডিও
- ভিডিও ডাইরেক্টর:- ইয়ামিন
5. তুমি কেমন মুসলমান | বাংলাদেশের সেরা গজল mp3
এখন আমি আপনাদের সাথে যে অন্যতম একটি জনপ্রিয় ইসলামী সংগীত নিয়ে হাজির হয়েছি সেটার নাম হচ্ছে “তুমি কেমন মুসলমান” । এই গজলটি গাওয়া হয়েছে বাংলাদেশের অন্যতম শীর্ষে থাকা একটি জনপ্রিয় শিল্পীগোষ্ঠী কলরব এর পক্ষ থেকে।
তারা এই গজলটি আজ থেকে প্রায় এক বছর আগে রিলিজ করেছিলো ১ই মার্চ ২০২১ সালে। এ পর্যন্ত এই গজলটির ইউটিউব এ তাদের এ ভিডিও প্রায় ২৯ মিলিয়নের অধিক বার দেখা হয়েছে। আপনিও চাইলে এই গজলটি শুনতে পারেন ঈমান জাগানীয় একটি ইসলামী সংগীত।
সুতরাং আপনি যদি এই গজলটি ভিডিও করে দেখতে চান তাহলে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন “তুমি কেমন মুসলমান” লিখে। আশা করি এই গজলটি শুনতে আপনার অনেক ভালো লাগবে এবং মন ঠান্ডা করে ফেলবে।
- সংগীতের নাম:- তুমি কেমন মুসলমান
- সিঙ্গার:- সাঈদ আহম
- এসোসিয়েট ভয়েস:- ওমর আব্দুল্লাহ আবির,হাসান ইলিয়াস আমিন,সাঈদ মাহমুদ,হাবিবুল্লাহ নূর এবং মাহমুদ বিন সাইদ
- লিরিক্স:- রাজিব হাসান
- টিউন:- মোঃ বদরুজ্জামান
- রেকর্ড লেভেল:- হলি টিউন স্টুডিও
- সাউন্ড ডিজাইন:- মাহফুজুল আলম
- ভিডিও ডাইরেক্টর:- তাওহিদ জামিল
6. আমরা দুই ভাই বোন | বাংলাদেশের সেরা গজল লিরিক্স
কম বেশি আমরা সকলেই জানি বাংলাদেশের মধ্যে কয়েকটা খুব জনপ্রিয় ইসলামিক গজল এর ইউটিউব চ্যানেল রয়েছে তার মধ্যে অন্যতম একটি চ্যানেল হচ্ছে “Heaven tune” এই চ্যানেলটির মধ্যেও প্রতিনিয়ত নতুন নতুন ইসলামিক গজল উপহার দিয়ে থাকে তাদের দর্শকদেরকে।
সুতরাং আমি আপনাদের সুবিধার্থে এবং আপনারা যেহেতু নতুন নতুন ইসলামিক গজল শুনতে পছন্দ করেন তাই তাদের ইউটিউব থেকেও কয়েকটা ইসলামিক গজল আপনাদের সাথে শেয়ার করেছি।
এবং সর্বপ্রথম তাদের চ্যানেল থেকে নেওয়া যে গজলটা শেয়ার করব তার নাম হচ্ছে “আমরা দুই ভাই বোন” । এই গজলটি মূলত গেয়েছেন তার চ্যানেলের দুজন অন্যতম জনপ্রিয় শিল্পী আকসা এবং সাবাব। মূলত তারা দুজন আর ফোন ভাই বোন।
ভাই বোনের ভালোবাসা নিয়ে গাওয়া এই ইসলামী সংগীতটি অনেক পপুলার একটি সংগীত। এটি তারা সর্বপ্রথম রিলিজ করেছিল তাদের হেভেন টিউন ইউটিউব চ্যানেল থেকে আজ থেকে প্রায় দুই বছর আগে ২৯ শে জানুয়ারি ২০২০ সালে।
আপনিও চাইলে এই সংগীতটি উপভোগ করতে পারবেন আশা করি আপনার অনেক ভালো লাগবে। এই সংগীতটি ভিডিও সহকারে দেখার জন্য আপনি ইউটিউবে গিয়ে সার্চ করুন ”আমরা দুই ভাইবোন” তখন আপনার সামনে আশা করি সবার প্রথম চলে আসবে তাদের সংগীত। এখান থেকে আপনি খুব সহজে ভিডিও আকারে দেখে নিতে পারেন।
তাছাড়া এই সংগীতটি রিলিজ হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রায় ৫৮ মিলিয়নের অধিক বার হয়েছে। যেটা কিন এর সঙ্গে জগতের অন্যতম একটা ভিউ হিসেবে বলা চলে। কেননা আশা করি এ পর্যন্ত আমি এর উপরে কোন ইসলামী সঙ্গীতের ভিজিটর দেখিনি। তবে থাকলেও থাকতে পারে এটা ভিন্ন কথা।
- সংগীতের নাম:- আমরা দুই ভাইবোন
- সিঙ্গার:- গাজী আকসা বিনতে আনাস এবং শাবাব বিন আনাস
- লিরিক্স:- কবির আল মামুন
- কম্পোজিশন:- সালমান সাদিক সাইফ
- টুন:- এসএম মোয়িন
- প্রোডাকশন:- হেভেন টিউন স্টুডিও লাইভ
7. দাদু (Dadu) | বাংলাদেশের সেরা গজল
সাত নম্বরে এখন আমি আপনাদের সাথে যে ইসলামিক গজলটা শেয়ার করব তার নাম হচ্ছে “দাদু” । এই গজলটি হেভেন টিউন এর পক্ষ থেকে গাওয়া একটি ইসলামিক সংগীত যেটা কিনা মূলত শিশু শিল্পীদের গাওয়া অন্যতম একটি গজল।
এই গজলটি আজ থেকে প্রায় তিন বছর আগে ৮ ই মার্চ ২০১৯ সালে তাদের চ্যানেল থেকে রিলিজ করা হয়। এ পর্যন্ত এই ইউটিউব ভিডিওর ভিউ হয়েছে প্রায় ৩৬ মিলিয়নের অধিক। আপনিও চাইলে এই গজলটি শুনতে পারেন আশা করি খুব ভালো লাগবে।
এই গজলটি মূলত দাদু এবং নাতি-নাতনিদের ভালোবাসার সম্পর্ক কতটুকু একটা বোঝানোর জন্যই গাওয়া হয়েছে। তাই আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি যেন এই গজলটি আপনার দাদু দাদির সাথে শেয়ার করে শোনেন।
- লিরিক্স এবং টিউন:- ইলিয়াস হোসাইন
- সিঙ্গার:- আশফাক, আরাফ, মুনিব, মোয়াজ, সিনথিয়া, মোরসালিন, আদরিন, মানসী, বুশরা, মুসা, ইছহাক, তিশা, ইসহা, নাবিহা, জান্নাত, তাসনিম, হুমারিয়া, সুবাইতা, মাইশা, ইস্পাক,আরহাম,ফয়েজ,ফাইজা,আদনান,আরফাত,লামিশা,ফাহিমা,আদিলা,হাসান মাহমুদ,আবু বকর
- গেস্ট সিঙ্গার:- ইলিয়াস হোসাইন
- হেল্প বাই:- জুনায়েদ,অহিদুল ইসলাম
- গ্রেড ফুল বাই:- সগীর আহমেদ, এমএস বারি,আসাদ উল্লাহ
8. সাল্লি আলা মোহাম্মদ | bangladesher shera gojol
অষ্টম নাম্বার যে ইসলামিক গজলটা আমি আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি সেটা হচ্ছে “সল্লি আলা মোহাম্মদ” । এটি একটি ইসলামিক গজল কলরব শিল্পীদের গাওয়া যেটা কিনা আজ থেকে প্রায় ছয় বছর আগেই গাওয়া হয়েছে।
এই ২০শেই জুন ২০১৬ সালে রিলিজ করা হয় এ পর্যন্ত এই ভিডিওটি দেখা হয়েছে প্রায় ১৩ মিলিয়নের অধিক। তাই আপনি যদি এই সংগীতটা শুনেন আশা করি আপনার অনেক ভালো লাগবে এবং মন ঠান্ডা হয়ে যাবে।
- সংগীতের নাম:- সাল্লি আলা মোহাম্মদ
- আর্টিস্ট:- আবু রায়হান,মাহফুজুল আলম,ইকবাল মাহমুদ এবং হাসান মাহাদী
- লিরিক্স:- সাইফ সিরাজ
- টিউন এবং কম্পোজ:- মাহমুদ বদরুজ্জাম
- সাউন্ড ডিজাইন:- মীর মাসুম
- ভিডিও ডাইরেক্টর:- ইয়ামিন
- ইংলিশ সাবটাইটেল:- এস কে শাহ আলম
9. ইয়া রাব্বে মোস্তফা তু মুঝে হাজ্জ পে বুলা
বর্তমান সময়ের বহুল প্রচলিত এবং অনেক জনপ্রিয় একটি সঙ্গীতের নাম হচ্ছে “ইয়া রাব্বে মোস্তফা তু মুঝে হাজ্জ পে বুলা”/”ya rabbe mustafa tu mujhe hajj pe bula” । হাফেজ তাহের কাদেরী নামে এক ইউটিউব চ্যানেল থেকে এই ইসলামী সংগীতটি রিলিজ করা হয়।
Hafiz Tahir Qadri নামে যে ইউটিউব চ্যানেলটা রয়েছে তার মধ্যে প্রায় চার মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইব রয়েছে। এই ইসলামিক উর্দু গজল টা রিলিজ করা হয় আজ থেকে প্রায় তিন বছর আগে। এই পর্যন্ত এই সংগীত প্রায় ইউটিউবে এই চ্যানেলের মধ্যে ৪৮ মিলিয়ন এর অধিক বার দেখা হয়েছে।
সুতরাং আপনি যদি এই সংগীত কিংবা এই গজলটি শুনতে চান ভিডিও সহকারে তাহলে ইউটিউবে গিয়ে যে টাইটেলটা দিয়েছি সেটা লিখে সার্চ করতে পারেন। অর্থাৎ আপনি লিখে সার্চ করুন “ya rabbe mustafa tu mujhe hajj pe bula” হাফেজ তাহের কাদরী নামে যে ছেলেটা রয়েছে সেখান থেকে দেখে নিন। তাছাড়া এটা একটা আমার ফেভারিট ইসলামিক গজল।
- সংগীতের নাম:- ইয়া রাব্বে মোস্তফা তু মুঝে হাজ্জ পে বুলা
- সিঙ্গার:- হাফেজ তাহের কাদরী
10. দেওবন্দ কি আজমত | বাংলাদেশের সেরা গজল শুনতে চাই
কমবেশ আমরা সকলেই জানি ভারতের মধ্যে একটা ইসলামিক বিদ্যাপীঠ রয়েছে যার নাম হচ্ছে দেওবন্দ মাদ্রাসা। মূলত এখান থেকেই দেওবন্দী আন্দোলনের সূত্রপাত শুরু হয়েছিল। ১৮৬৬ সালে অন্যতম প্রখ্যাত কয়েকজন আলেম এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করে।
এই মাদ্রাসাকে ভিত্তি করে অনলাইনের মধ্যে অনেক ইসলামী সংগীত কিংবা গজল পাওয়া যায় কিন্তু তার মধ্যে বহুল প্রচলিত এবং পপুলার একটি দেওবন্দী ইসলামী সংগীত হচ্ছে “দেওবন্দ কি আজমত” । সুমধুর কন্ঠে গাওয়া এই সংগীতটি আপনি ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন।