আজওয়া খেজুরের দাম এবং অনলাইন ক্রয় করার নিয়ম

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনে মনে করেন হয়তো আমি যদি কোন প্রকার মিষ্টি খাবার খায় তাহলে হয়তো আমার শরীরে কোন একটা রোগ হতে পারে।

আসলে এই ধারণাটা সম্পূর্ণ একটি ভুয়া এবং ভুল ধারণা। কেননা আমরা সকলেই জানি আজওয়া খেজুরের কিংবা অন্যান্য যে সমস্ত খেজুর রয়েছে সবগুলোই মিষ্টি জাতীয় খাবার।

আজওয়া খেজুরের দাম এবং অনলাইন ক্রয় করার নিয়ম ইত্যাদি
আজওয়া খেজুরের দাম এবং অনলাইন ক্রয় করার নিয়ম ইত্যাদি 

কিন্তু আপনি কি জানেন এই মিষ্টি খাবার অর্থাৎ আজওয়া খেজুর এবং অন্যান্য খেজুরের মধ্যে কত প্রকার উপকারিতা রয়েছে। বলতে গেলে খেজুরের মধ্যে কোন প্রকার অপকারিতা নেই।

বরং আপনি যদি নিয়মিত সঠিক পদ্ধতি অনুসরণ করে ajwa khejur সেবন করেন তাহলে আপনার শরীর চাঙ্গা থাকবে। তাছাড়া খেজুরের মধ্যে রয়েছে নানা ধরনের ভিটামিন জাতীয় উপকারিতা।

আরো পড়ুনঃ চিকন হওয়ার উপায় কি? দ্রুত চিকন হওয়ার উপায় | চিকন হওয়ার ঔষধ

যেহেতু খেজুরের মধ্যে বিভিন্ন প্রকার ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, আইরন, পটাশিয়াম এবং বাসায় বাড়িতে আসি থাকায় এই ফলটি খাওয়া শীতকালের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং উপকারী।

তাই প্রিয় মুসলমান ভাইয়েরা রমজান মাস এলেই ইফতার করার পাশাপাশি খেজুর দিয়ে ইফতার করে। কেননা খেজুর দিয়ে ইফতার করা সুন্নত এবং এতে রয়েছে বিভিন্ন জাতীয় ভিটামিন সমৃদ্ধ উপকরণ।

কেননা রোজাদার ব্যক্তির আজ সারাদিন রোজা রাখার কারণে ক্লান্ত বোধ করে সেই ক্লান্তি দূর করতে খেজুর অনেক উপকারী। তাই সাধারণত মুসলমানরা খেজুর দিয়েই ইফতার শুরু করে।

তাছাড়া যে সমস্ত ব্যক্তিরা তাদের ওজন কমাতে চাই তারাও ajwa khejur কিংবা অন্যান্য খেজুর খাই। কেননা শরীরের ওজন কমাতে অত্যন্ত প্রয়োজনীয় একটি ফল হচ্ছে খেজুর।

আমাদের মধ্যে অনেকের মনে জানার ইচ্ছে থাকে আমরা যে বিভিন্ন খেজুর কিংবা আজওয়া খেজুরের নাম বারবার শুনে থাকি এটা আসলে কি?

চিন্তার কোন কারণ নেই আজকে আমি আপনাদের সাথে আজওয়া খেজুর সম্পর্কে অনেক তথ্য শেয়ার করতে যাচ্ছি। যেগুলো হয়তো আপনি আগে কখনো শুনিনি তো তাই জানেন নি‌। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যায়।

আরো পড়ুনঃ স্কিটো সিমের নাম্বার কেমন | স্কিটো সিমের নাম্বার চেক

আজওয়া খেজুর কি?

এপর্যন্ত আমরা ajwa khejur সম্পর্কে অনেক কিছু জানলাম এখন আমরা জানবো আজওয়া খেজুর আসলে কি। তাহলে চলুন জেনে নেওয়া যাক ajwa khejur কি এই বিষয় সর্ম্পকে।

কমবেশি আমরা সকলেই জানি কোরআনের মধ্যে আল্লাহপাক যে সমস্ত ফলের কথা উল্লেখ করেছেন সেখানে খেজুরের কথাও রয়েছে। কোন কোন হাদিস থেকে জানা যায় আজওয়া খেজুর বরকতময় এবং জান্নাতি ফল।

বাজারের মধ্যে যে সমস্ত খেজুর খাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে আজওয়া খেজুর। তাছাড়া হযরত মুহাম্মদ (সাঃ) নিজেই এই ajwa khejur রোপণ করেছিলেন। একটু জানতে পেরেছেন এই আজওয়া খেজুরের মূল্য কতটুকু।

এই খেজুর রাসূল (সাঃ) রোপনের পেছনে রয়েছে এক বিস্ময়কর ইতিহাস। মোহাম্মদ (সাঃ) এক মুসলিম বান্দাকে ইয়াহুদীদের হাত থেকে রক্ষা করার জন্য এই আজওয়া খেজুর রোপণ করেছিলেন।

See also  অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম 2024।ট্রেনের টিকেট কাটার সময়।ট্রেনের টিকেট ফেরত দেয়ার নিয়ম

আশাকরি সামান্যটুকুও হলেও জানতে পেরেছেন আজওয়া খেজুর কি এই বিষয় সর্ম্পকে। তাহলে এখন আমরা জানবো ধাপে ধাপে কয়েকটি বিষয় যেগুলো আমাদের অনেকের মনে সব সময় চলমান থাকে।

আরো পড়ুনঃ ঈদুল আযহা নামাজের নিয়ম | ঈদুল আযহার নামাজের নিয়ত 

আজওয়া খেজুর দাম

বিশেষ করে যখন রমজান মাস চলে আসে তখন আজওয়া খেজুরের কিংবা অন্যান্য খেজুরের চাহিদা বেশি বেড়ে যায়। খেজুরের মধ্যে যেমন সুস্বাদু পাওয়া যায় তেমনি রয়েছে অনেক উপকার।

বিশেষ করে যে সমস্ত লোকের মিষ্টি জাতীয় খাবার খেতে মন না চায় কিংবা খেলে কোন প্রকার সমস্যা হয় তাদের জন্য রয়েছে খেজুর অত্যন্ত একটি উপকারী ফল। কেননা খেজুরের মধ্যে কোন প্রকার অপকারিতা পাওয়া যায় না।

বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় পুরো বিশ্বের মধ্যে প্রায় 3,000 প্রজাতির খেজুর বিদ্যমান রয়েছে। যার মধ্যে বিশেষ করে মিশরের মধ্যে উৎপাদিত হয় প্রায় 16 লাখ মেট্রিকটন। এই দেশেই প্রতি বছর সর্বোচ্চ খেজুর উৎপাদিত হয়।

সৌদি আরবের মধ্যে প্রতিবছর খেজুর উৎপাদিত হয় প্রায় 15 লাখ মেট্রিক টন। ইরান, আলজেরিয়া, ইরাক এই দেশগুলো খেজুর উৎপাদনের ক্ষেত্রে তিন,চার এবং পঞ্চম নম্বর স্থান অধিকার করে নিয়েছে।

বাংলাদেশের বাজারেও প্রায় 100 প্রজাতির খেজুর বিদ্যমান রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আজওয়া খেজুর, মরিয়ম খেজুর,আম্বার এবং মাবরুম।

বিশেষ করে যখন রমজান মাস চলে আসে তখন প্রায়ই বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের মধ্যে খেজুর আমদানি করা হয়। যেমনঃ সৌদি আরব, মিশর, ইরাক, ইরান, দুবাই এবং আলজেরিয়া সহ বিভিন্ন দেশ থেকে।

বলতে গেলে অনেক প্রজাতির খেজুর রয়েছে তার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল হচ্ছে আজওয়া খেজুর। তবে ajwa khejur মধ্যে আবার বিভিন্ন প্রকার পদ রয়েছে। সৌদি আরব থেকে যে সমস্ত আজওয়া খেজুর বাংলাদেশের মধ্যে পাওয়া যায় সেগুলোর মূল্য হচ্ছেঃ 800-2500 টাকা।

অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে আজওয়া খেজুর প্রয়োগ করতে চান সেক্ষেত্রে আপনার আজওয়া খেজুরের দাম হবে 800-2500 টাকা পর্যন্ত।

বিশেষ করে মদিনার মধ্যে আজওয়া খেজুরের ফলন বেশি হয়। যে সমস্ত খেজুর উপকারিতার ক্ষেত্রে বেশি উপকার দেয় তার মধ্যে প্রথম সারিতে রয়েছে ajwa khejur।

আরো পড়ুনঃ কোরবানির ঈদ কবে 2022 | ঈদুল আযহা ২০২২ কত তারিখে

আজওয়া খেজুর দাম ২০২২

আবার অনেকেই বিভিন্ন সোশ্যাল বেদে খেজুরের দাম জিজ্ঞেস করে থাকেন যেমন ajwa khejur এর দাম ২০২১-২০২২-২০২৩ ইত্যাদি। তো তাদেরকে একটু ধারণা দিয়ে দিই।

আসলে মূলত কোন সময় কোন ধরনের আজওয়া খেজুর কত টাকায় পাওয়া যায় এটা বলা সম্পূর্ণ ভাবে সম্ভব নয়। তবে এতটুকু বলতে পারি 2022 সালে সাধারণত আজওয়া খেজুরের প্রচলন দাম যেটা হয়েছে সেটা।

যেটা দিয়ে আমরা তো আমি আপনাদেরকে উপরেই বলে দিয়েছি। তবে আপনাদের সুবিধার্থে আর একটু বলে দেই সেটা হচ্ছে‌। বর্তমান বাজারে প্রচলন আজওয়া খেজুরের দাম যেটা রয়েছে সেটা হচ্ছেঃ ৮০০-২৫০০ টাকা।

তবে যেহেতু ajwa khejur এর মধ্যে আবার বিভিন্ন প্রকার রয়েছে তাই সেগুলো বিবেচনা করে খেজুরের দাম নির্ধারণ করা হবে। আশা করি একটু হলেও ধারণা পেয়েছেন।

আজওয়া খেজুর খেয়ে বিষ পান

যে ব্যক্তি প্রতিদিন সাতটা করে আজওয়া খেজুর খাবে তাকে জাদু এবং বিষ ক্ষতি করবে না। এভাবে এসেছে হাদিসটা। এখানে দুইটা বিষয় আছেঃ প্রথম বিষয়টা হচ্ছে এই হাদিসটা শুদ্ধ কোন সন্দেহ নেই, দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই হাদিসের মধ্যে রাসুল (সাঃ) একটা তথ্য উপস্থাপন করেছেন এই তত্ত্বের মধ্যেও কোন সন্দেহ নেই।

See also  কিভাবে ssc রেজাল্ট দেখবো । kivabe ssc result dekhbo

একজন মুসলিম এই হাদিসটা নির্দ্বিধায় বিশ্বাস করবে কেননা এই হাদীসের সনদ শুদ্ধভাবে এসেছে। এমন এক ব্যক্তির সনদে এসেছে যে কিনা নিজের কোন কথা বলেন না। এটা হল একটা বিষয়।

অর্থাৎ পৃথিবীর কে কি বলেছে এটা আমাদের দেখার বিষয় নয়। একজন মুসলিম হিসেবে হাদিসটা আমরা অত্যন্ত দৃঢ়ভাবে প্রত্যয় এর সাথে বিশ্বাস করবে।

দ্বিতীয় বিষয়টা হচ্ছে এখন যদি কোন একজন মানুষ প্রতিদিন সাতটা করে আজওয়া খেজুর খায়। তাহলে তাকে আদৌ কোন প্রকার বিষ কিংবা জাদু স্পর্শ করবে কিনা? এটা আমরা একটু পরীক্ষা করে দেখতে চাই। এটাই হয়তো বিভিন্ন নাস্তিকরা প্রশ্ন তুলে ধরেছেন।

আরো পড়ুনঃ এসএসসি রেজাল্ট চেক | SSC result দেখার নিয়ম

তাহলে সে ক্ষেত্রে যেটা বলেছেন পটাশিয়াম যেটা পান করলে কি না নিশ্চিত মৃত্যু। এটা পান করলেও কি কিছু হবে না? কি বলতে চান আপনারা মুসলিমরা? এটাই হলো তাদের প্রশ্ন।

উত্তরঃ আসলে এই হাদীসের ব্যাপারে বিভিন্ন ওলামায়ে কেরামের মধ্যে মতানৈক্য রয়েছে। মূলত এই ধরনের প্রশ্ন যারা করেন তারা মূর্খের মত ওলামায়ে কেরামের ব্যাখ্যা সঠিক ভাবে না বুঝেই করে থাকে।

ওলামায়ে কেরাম বলেছেনঃ এটা হচ্ছে একটা মদিনার বিখ্যাত আজওয়া খেজুর যেটা মানুষের কাছে তেমন পরিচিত নয়। তাহলে তো রাসূল সাঃ এর হাদিস শুদ্ধ হলো (এখানে কোন প্রকার মিথ্যা নেই)।

কিন্তু আজওয়া খেজুর তো অনেক প্রকার আছে চাইলে বাংলাদেশের মধ্যেও বিচ এনে চাষ করা যায়। তাহলে এই আজওয়া খেজুরের কথা তো রাসূল সাঃ বলেন নাই। 

রাসূল (সাঃ) মদিনার এক স্পেশাল আজওয়া খেজুরের কথা বলেছেন। যেটা কিনা এখন মানুষের কাছে পরিচিত নয়। কেননা মদিনার মধ্যে অনেক ধরনের আজওয়া খেজুর পাওয়া যায়।

যারা মদিনায় যাবেন তারা সেখানে অনেক ধরনের প্যাকেট করা খেজুর দেখতে পাবেন অনেক ধরনের ajwa khejur দেখতে পাবেন। সবগুলো আজওয়া খেজুর একরকম নয়।

আমি একটা আর্টিকেল এ পড়েছিলাম (গবেষণামূলক আর্টিকেল) খেজুরের উপরে তাতে বলা হয়েছে যে, মদিনায় প্রায় সাড়ে 300 রকমের খেজুর আছে। 

আমরা যারা মার্কেটে যায় তারা দেখি যে মজুদ প্রায় সাত-আট রকমের খেজুর রয়েছে। সড়ে 300 রকমের খেজুর আছে।

আমি আজকে একটা দোকান থেকে খেজুর কিনলাম “আম্বর” বড় বড় আম্বর। অনেক দাম দিয়ে এই প্রথম কিনলাম কিন্তু আমি তাদেরকে বলেছিলাম যে আপনাদের সব কিছুর তো ভালো না। তারা বলল না এটা আম্বর আম্বর।

তারপর এটা আমি কেনার পরে প্যাকেট খুলে দেখলাম তারমধ্যে 80 ভাগের হচ্ছে বিভিন্ন ধরনের মিশ্রণ। অন্যান্য খেজুরগুলো ভালভাবে চেক না করলে বোঝা যায় না যে এগুলো আম্বর নয়। অতএব নানা ধরনের খেজুর আসলে মদিনার মধ্যে আছে।

এক্ষেত্রে আপনি যদি সে খেজুর গুলোকে চিহ্নিত করতে না পারেন যে খেজুর রাসুল (সাঃ) বলেছেন। তাহলে যেকোনো একটা খেজুর কে আন্দাজে ধরে নিয়ে তার উপর হাদিস কে তাদবির দিতে পারেন না।

See also  এসএসসি রেজাল্ট চেক ২০২৩ | SSC result দেখার নিয়ম 2023

প্রসঙ্গত যেহেতু আজকে আমি খেজুরের কথা বললাম আমি নসীহা করছি আমার খেজুর বিক্রেতা ভাইদের কে। যেখানে আপনারা করেন আল্লাহর ওয়াস্তে আপনারা মানুষকে ধোকা দিবেন না।

আশা করি আপনি আজওয়া খেজুর খেয়ে পান সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। এখন আমরা আরও খেজুর সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তাই বিস্তারিত জানার জন্য আর্টিকেলটি কিন্তু শেষ পর্যন্ত পড়বেন।

আরো পড়ুনঃ নোকিয়া বাটন মোবাইলের দাম বাংলাদেশ

আজওয়া খেজুর অনলাইন

এই প্রযুক্তির যুগে কে না চায় আজওয়া খেজুর কিংবা অন্য যে কোন কিছু অনলাইনে অর্ডার করতে। দিন যত যাচ্ছে প্রযুক্তির উন্নত ততো বেশি হচ্ছে।

ঠিক তেমনি প্রযুক্তি চলে এসেছে কেনাকাটার ক্ষেত্রেও আপনি এখন ঘরে বসেই নিজের ইচ্ছামত শপিং করে ফেলতে পারবেন। কিনে নিতে পারবেন আপনার পছন্দের ঘড়ি, পাঞ্জাবি, পায়জামা, থ্রি পিস, ওড়না সহ নানা যাবতীয় শপিং এর কাজ।

শুধু তাই নয় আপনার পছন্দের খাবার অর্ডার করে নিতে পারবেন অনলাইনে আপনার নিজের ঘরে বসেই শুধুমাত্র স্মার্ট ফোন ব্যাবহার করেই। তাছাড়া আপনি চাইলে বিভিন্ন প্রকারের ফল করে করে নিতে পারবেন স্মার্ট ফোন থেকে অনলাইনের মাধ্যমে।

ঠিক তেমনি একটা ফল হচ্ছে খেজুর সেটাও আপনি আপনার ঘরে বসে কিনে নিতে পারেন। আমার জানামতে অনলাইনের মধ্যে যে খেজুর বিক্রির ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে “খেজুর বাজার“।

এখান থেকে আপনারা খুব সহজেই আপনার পছন্দের খেজুর আজওয়া খেজুর থেকে শুরু করে প্রায় প্রত্যেক ধরনের খেজুর নিয়ে নিতে পারেন।

আজওয়া খেজুর চেনার উপায়

আপনি কি ajwa khejur ক্রয় করতে চান এবং কিভাবে ক্রয় করবেন অর্থাৎ কোনটা ভাল হবে আপনার জন্য সেটা জানেন না। তাহলে আজওয়া খেজুর চেনার উপায় সম্পর্কে আরেকটি আর্টিকেল নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।

তাই আপনারা যদি এই বিষয় সম্পর্কে জানার আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের এই ওয়েবসাইটের চোখ রাখতে পারেন। অতি শীঘ্রই এই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।

আজওয়া খেজুর খাওয়ার নিয়ম

আমরা তো আগে থেকেই জেনে আসছি লাম যে প্রতিদিন সাতটা করে খেজুর খাওয়ার হাদিস অনুযায়ী মানসম্মত অর্থাৎ এটা হাদিসের মত। কিন্তু আপনি কি জানেন সুন্নত অনুযায়ী কিভাবে ajwa khejur খেতে হয়।

তাই আপনি যদি আজওয়া খেজুর খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটের সাথেই থাকবেন। কেননা অতি শীঘ্রই এই সম্পর্কে আর্টিকেল দিয়ে দেওয়ার চেষ্টা করবো।দেবো।

আজওয়া খেজুর খাওয়ার উপকারিতা

আজওয়া খেজুর খাওয়ার অনেকগুলো উপকারিতা রয়েছে যেগুলো সম্পর্কে হয়তো আমরা জানি না। কিন্তু এইসব বিষয়ে অনেক লম্বা হওয়ার কারণে আজকের এই আর্টিকেলের সংক্ষিপ্ততা লক্ষ্য করে এখানে বলা হচ্ছে না।

সুতরাং আপনি যদি আমাদের ওয়েবসাইটের সাথে থাকেন তাহলে অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে পারবেন। তাহলে আপনি যদি আজওয়া খেজুর খাওয়ার উপকারিতা সম্পর্কে জানতে চান তাহলে এখানে ক্লিক করুন।

আরো পড়ুনঃ এসএসসি রেজাল্ট চেক | SSC result দেখার নিয়ম

বিঃদ্রঃ যেহেতু আমিও আপনাদের মত একজন মানুষ তাই অবশ্যই আমার যে আর্টিকেল গুলো রয়েছে অবশ্য সেখানে ভুল থাকতে পারে। তাই আমার দেওয়া তথ্য গুলোর মধ্যে যদি আপনারা কোন প্রকার ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিংবা যোগাযোগ করে জানিয়ে দিবেন।

উপসংহারঃ আজকের এই আর্টিকেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব কিংবা আত্মীয়স্বজনের কাছে শেয়ার করতে ভুলবেন না। কেননা হয়তো আপনার একটি শেয়ারের কারণে অনেক আজওয়া সম্পর্কিত অজানা ব্যক্তি ajwa khejur সম্পর্কে জেনে যাবে।

Leave a Comment