ভার্চুয়াল রিয়েলিটি কি | ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে | ভার্চুয়াল রিয়েলিটির সংঙ্গা

ভার্চুয়াল রিয়েলিটি কি – ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে এমন এক কম্পিউটার প্রোগ্রাম কিংবা কম্পিউটার সিস্টেম যার মাধ্যমে একটি নতুন জগৎ তৈরি করা হয় অর্থাৎ কৃত্রিম জগত। যেটা কিনা শুধুমাত্র কাল্পনিক এবং কম্পিউটারের মধ্যে ব্যবহৃত হয়ে থাকে। এবং আপনি ইচ্ছে করলে এই ভার্চুয়াল জগতের মধ্যে প্রবেশ করতে পারবেন।

ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে | ভার্চুয়াল রিয়েলিটির সংঙ্গা

তাই আপনি যদি এই ভার্চুয়াল জগতে যেতে চান তাহলে আপনাকে এক ধরনের ভার্চুয়াল ডিভাইস ইউজ করতে হবে। অর্থাৎ‌ এই ভার্চুয়াল ডিভাইস ছাড়া আপনি কোনোভাবেই এই ভার্চুয়াল জগতে প্রবেশ করতে পারবেন না।

ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে | ভার্চুয়াল রিয়েলিটির সংঙ্গা

আপনি যখন এই ভার্চুয়াল ডিভাইস টি ব্যবহার করবেন তখন আপনাকে এর মাধ্যমে একটি কাল্পনিক জগতে প্রবেশ করানো হবে। আপনার মনে হবে যেন আপনি এক নতুন দুনিয়ায় চলে এসেছেন। কিন্তু এটি একটি কাল্পনিক দুনিয়া যেটার বাস্তবে কোন অস্তিত্ব নেই।

এবং আপনি এই ভার্চুয়াল ডিভাইস ব্যবহার করার সময় আপনার মনে হবে যেন এটাই মনে হয় বাস্তব। অর্থাৎ আপনার মনে হবে আপনি বাস্তব জগতে আছেন।

আরো পড়ুনঃ

ভার্চুয়াল রিয়েলিটি কি | ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে | ভার্চুয়াল রিয়েলিটির সংঙ্গা

ভার্চুয়াল রিয়েলিটি আসলে কি? এ প্রশ্নের উত্তরের জন্য অনেকেই বসে আছেন কিংবা গুগোল কিংবা ইউটিউবে সার্চ করেন। কিন্তু আপনি যদি ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে এটার ব্যাখ্যা চিন্তা করেন বা জানতে চান তাহলে আর্টিকেলটি পড়ে এখনই জেনে নিন।

See also  সিঙ্গাপুর ডলার রেট বাংলাদেশ | আজকের ডলার রেট বাংলাদেশ | ‌সিঙ্গাপুর ১ টাকা বাংলাদেশের কত টাকা ২০২২

ভার্চুয়াল রিয়েলিটি (virtual reality) এটা হচ্ছে মূলত একটি ইংরেজী শব্দ, আর এই শব্দটি অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি (virtual reality) দুইটি শব্দ দ্বারা গঠিত একটি মিশ্রন। প্রথম শব্দ হচ্ছে ভার্চুয়াল (virtual) আর দ্বিতীয় শব্দটি হচ্ছে রিয়েলিটি (reality)। এই দুটি শব্দের মিশ্রণ হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এই দুটি শব্দের মধ্যে প্রত্যেক শব্দের আলাদা আলাদা করে দুইটি বাংলা অর্থ রয়েছে অর্থাৎ virtual ইংরেজি শব্দের বাংলা অর্থ হচ্ছে “সামনে” reality ইংরেজি শব্দের বাংলা অর্থ হচ্ছে “বাস্তবতা”। তবে এখানে বাস্তবতা বলতে যেটা কিনা শুধুমাত্র মানুষের দ্বারাই অনুভব করা সম্ভব।

উপরে আমরা শব্দ-দু’টির ব্যাখ্যা করেছি এবং প্রত্যেকটির অর্থ জেনে গেছি তো এখন আমরা জানবো যদি শব্দদুটি কে মিলানো হয় অর্থাৎ সরাসরি ভার্চুয়াল রিয়েলিটি (virtual reality) বলা হয় তখন এটার অর্থ কি হবে। যখন দুটি শব্দ কি মিলনো হবে তখন এর অর্থ হবে “সামনের বাস্তবতা” অর্থাৎ virtual reality এর অর্থ হবে সামনের বাস্তবতা। যেটা কিনা শুধুমাত্র অনুভব করা যেতে পারে। এটি হচ্ছে একটি নির্দিষ্ট বাস্তবিক অনুকরণ রিয়েলিটি এমুলেশন বলা যেতে পারে।

এটি হচ্ছে একটি বিশ্ব যেটা কিনা কম্পিউটার এর সাহায্যে 3D 5D ব্যবহার করার মাধ্যমে তৈরি করা হয়েছে। আপনি যদি এটা কও অনুভব করতে চান তাহলে শুধু মাত্র দুইটি পদ্ধতি অবলম্বন করে অনুভব করতে পারবেন অর্থাৎ ফিজিকেলি এবং মেন্টালি এই দুটি পদ্ধতি অবলম্বন করে অনুভব করা যায় এই ভার্চুয়াল রিয়েলিটি কে।

আশা করি আপনি একটু হলেও জানতে পেরেছেন ভার্চুয়াল রিয়েলিটি আসলে কি কাকে বলা হয়। আশাকরি আপনার সামান্য হলেও ধারণা এসেছে। তো এখন আমরা জানবো ভার্চুয়াল রিয়েলিটির কোন ইতিহাস আছে কিনা থাকলে সেটা কি। অর্থাৎ এখন আমরা কথা বলবো ভার্চুয়াল রিয়েলিটির ইতিহাস সম্পর্কে।

ভার্চুয়াল রিয়েলিটির ইতিহাস | Virtual reality history

যখন আমরা ভার্চুয়াল রিয়েলিটির ইতিহাস কিংবা এর সম্পর্কে বিস্তারিত জানব তখন আমাদেরকে জানতে হবে অর্থাৎ আমাদেরকে সরলতা আগে কিছু জিনিস ভেবে নিতে হবে সেগুলি হল ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইস (virtual reality device) বা ভি আর হ্যান্ডসেট (VR headset) বা আমাদের কিছু কম্পিউটার অ্যাপ্লিকেশন এর ব্যাপারে চিন্তা করতে হবে। আসলে যেগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা একটি কাল্পনিক জগতে হারিয়ে যেতে পারি।

See also  আজওয়া খেজুর চেনার উপায় | ভালো খেজুর চেনার ৫ টি উপায়

এখন আমি যদি আপনাদেরকে ভার্চুয়াল রিয়েলিটির ইতিহাস সম্পর্কে ধারণা দিতে চাই কিংবা ইতিহাস বলতে চাই তাহলে অনেক কিছু বলার আছে।

সর্বপ্রথম যখন 1838 সালে স্টেরিও স্কোপ আবিষ্কার করা হয়েছিল যেখানে মূলত শুধুমাত্র একটি ইমেজ কে প্রজেক্ট হিসেবে ব্যবহার করার জন্য একটি টুইন মিরর এর ব্যবহার করা হয়েছিল। তবে ভার্চুয়াল রিয়েলিটি সর্বপ্রথম ব্যবহার করা হয়েছিল 1980 দশকের মধ্যে।

ভার্চুয়াল রিয়েলিটির জনক কে

আমরা অনেকেই ভার্চুয়াল রিয়েলিটির জনক সম্বন্ধে জানার ইচ্ছে করি তো আপনিও যদি ভার্চুয়াল রিয়েলিটির জনক কে জানতে চান তাহলে এখনি জেনে নিন। ভার্চুয়াল রিয়েলিটির জনক হচ্ছে “জন ম্যাকার্থি” ।

প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির গুরুত্ব

আবার অনেকে গুগলে সার্চ করে থাকেন প্রত্যাহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির গুরুত্ব কি। আমি যদি এই ভার্চুয়াল রিয়েলিটির গুরুত্ব সম্পর্কে আপনাদের বলি তাহলে তেমন কোন গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বলে আমি মনে করি। প্রায়ই দেখা যায় ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার বিশেষ ক্ষেত্রে বিনোদনের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে।

আরো পড়ুনঃ

উপসংহারঃ
আজকের এই আর্টিকেলটি যদি আপনার ভাল লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব কিংবা আত্মীয়স্বজনের কাছে শেয়ার করতে ভুলবেন না। কেননা হয়তো আপনার একটি শেয়ারের কারণে অনেক ব্যক্তি অজানা বিষয় সম্পর্কে জেনে যাবে। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Leave a Comment