আমাদের বাংলাদেশের মধ্যে কয়েকটি সিম অপারেটর কোম্পানি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রবি সিম অপারেটর। তাই অনেক সময় আমাদের রবি গ্রাহক যারা আছি অনেক সময় তাদেরকে রবি কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে হয়। বিভিন্ন কারণ রয়েছে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে অযথা মোবাইলে টাকা কেটে নেয়া ইত্যাদি। তাছাড়া আবার অনেকেই অনেক সময় রবি সিমের বিভিন্ন অফার কিংবা বিভিন্ন সেবা সম্পর্কে জানার জন্য কল করে থাকে। তাই আপনি যদি রবি কাস্টমার কেয়ারের সাথে কিভাবে কথা বলবেন কিংবা রবি কাস্টমার কেয়ার নাম্বার কি এটা দেখার জন্য এখানে ক্লিক করে আর্টিকেলটি পড়ে নিন।
রবি কাস্টমার কেয়ার নাম্বার। robi customer care number |
আবার অনেকেই অনেক সময় বিভিন্ন অঞ্চল ভেদে গুগোল কিংবা ইউটিউবে রবি কাস্টমার কেয়ার নাম্বার সার্চ করে থাকে যেমনঃরবি কাস্টমার কেয়ার নাম্বার ঢাকা,রবি কাস্টমার কেয়ার নাম্বার চট্টগ্রাম,রবি কাস্টমার কেয়ার নাম্বার সিলেট ইত্যাদি। তো আজকের এই আর্টিকেলের মূলত এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ আপনারা যে গুগলের মধ্যে কি অঞ্চল ভেদে বিভিন্ন রবি সিমের কাস্টমার কেয়ার নাম্বার করেন এটা নিয়েই আলোচনা করা হবে। তাহলে চলুন মূল বিষয়ে আলোচনা শুরু করা যাক।
আরো পড়ুনঃ
১০ টাকায় ৪০ মিনিট রবি | Robi 40 minutes 10 taka | ৬ টাকায় ১০ মিনিট রবি কোড
রবি মিনিট চেক কোড 2022 | কিভাবে রবি মিনিট চেক করতে | Robi minutes check code 2022
রবি কাস্টমার কেয়ার নাম্বার ঢাকা | রবি কাস্টমার কেয়ার নাম্বার ২০২৩
আপনি যদি রবি কাস্টমার কেয়ারের সাথে কল করতে চান তাহলে অবশ্যই কল করবেন 01819-400400 এই নাম্বারে। তাছাড়া আপনি যদি লোকেশন বেরোবি বিভিন্ন কাস্টমার কেয়ারের সাতটা কিংবা এজেন্ট এর সাথে সরাসরি যোগাযোগ করতে চান বা কথা বলতে চান তাহলে নিচের পদ্ধতিটি অবলম্বন করুন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব রবি কাস্টমার কেয়ার নাম্বার ঢাকা কিংবা রবি কাস্টমার কেয়ারের বা রবি এজেন্টের কিছু লোকেশন সম্পর্কে। যেগুলো আমি সিরিয়াল অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করেছি।
১/ Robi & Airtel Customer Care
লোকেশনঃ প্রপার্টি প্লাজা শপিং কমপ্লেক্স
হেল্প লাইন নাম্বারঃ 01819-400400
এই এজেন্ট পয়েন্ট সম্পর্কে বিস্তারিত জানার জন্য গুগল ম্যাপে গিয়ে সার্চ করুন প্রপার্টি প্লাজা শপিং কমপ্লেক্স লিখে। এটা লিখে গুগল ম্যাপে সার্চ করার পর আপনার সামনে কোন জায়গায় কোথায় অবস্থিত সবগুলো বিস্তারিতভাবে চলে আসবে। তাছাড়া এই দোকানের ছবি কি কি রকম দেখতে সবগুলোই চলে আসবে।
১/ Robi Customer Care
লোকেশনঃ নিশি প্লাজা, প্লট নং: 1, বিভাগ: 6, ব্লক: সি, পল্লবী, ঢাকা 1216
বিস্তারিত ভাবে জানার জন্য গুগোল ম্যাপে যাওয়ার পর রবি কাস্টমার কেয়ার লিখে সার্চ করুন।
৩/ Robi Sheba JATRABARI
লোকেশনঃ PC5G+QWQ, Dhaka
বিস্তারিত ভাবে জানার জন্য গুগলে কিংবা গুগল ম্যাপে যাওয়ার পর রবি সেবা যাত্রাবাড়ী লিখে সার্চ করুন।
ঢাকা ডিসটিক এর মধ্যে আরো অনেক রবি কাস্টমার কেয়ার বা এজেন্ট সিম রয়েছে যেগুলো কিনা আপনি গুগল ম্যাপে যাওয়ার পর রবি কাস্টমার কেয়ার লিখে সার্চ করলে বা রবি কাস্টমার কেয়ার ঢাকা লিখে সার্চ করলেই খুব সহজেই পেয়ে যাবেন। তাছাড়া আপনি দোকানের ছবি সহ কোথায় অবস্থিত সবগুলোই পেয়ে যাবেন তাছাড়া সে দোকানের যদি নাম্বার দিয়ে থাকে সেটাও পেয়ে যাবেন।
রবি কাস্টমার কেয়ার নাম্বার চট্টগ্রাম | রবি কাস্টমার কেয়ার নাম্বার ২০২১
১/ Robi-Airtel Customer Care
লোকেশনঃ আটলান্টা ট্রেড সেন্টার, গ্রাউন্ড ফ্লোর, 23 / এ মোহাম্মদ আলী আরডি, চট্টগ্রাম 4000
২/ রবি এয়ারটেল কাস্টমার কেয়ার সেন্টার
লোকেশনঃ 9Q6J+8VR, Chattogram
৩/ Robi Customer Care
36/7, গ্রাউন্ড ফ্লোর, রমনা টাওয়ার, সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চ্যাটগ্রাম
রবি কাস্টমার কেয়ার নাম্বার সিলেট
১/ Robi Customer Care
VVXC+HJJ, নয়াসড়ক রোড, Sylhet
অনেক খোঁজাখুঁজি করার পরও শুধুমাত্র সিলেটে রবি কাস্টমার কেয়ার এটাই খুঁজে পাওয়া গেছে। তো আপনি যদি ওপরে দেওয়া লোকেশন সম্পর্কে বা কাস্টমার কেয়ার এজেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই গুগোল মাপ এ গিয়ে সার্চ করুন। রবি কাস্টমার কেয়ার সিলেট কিংবা রবি কাস্টমার কেয়ারে লিখে।
রবি কাস্টমার কেয়ার সাভার
১/ Robi Customer Care (রবি কাস্টমার কেয়ার)
লোকেশনঃ V746+5C6, Savar Union
২/ Robi-Airtel care (রবি-এয়ারটেল কেয়ার)
লোকেশনঃ V746+59G, Savar Union
রবি কাস্টমার কেয়ার গাজীপুর
১/ Robi Sheba ( রবি সেবা
লোকেশনঃ City Corporation, Shop-1, MAS Square (Ground Floor )727, Dhaka Road,Outpara, Chandora, Chowrasta – Joydebpur Rd, Gazipur (সিটি কর্পোরেশন, শপ -১, এমএএস স্কয়ার (গ্রাউন্ড ফ্লোর) 727, ঢাকা রোড, আউটপাড়া, চান্দোরা, চৌরাস্তা – জয়দেবপুর আরডি, গাজীপুর))
আরো পড়ুনঃ